Saturday, June 15, 2019

এখন থেকে আপনি যা বলবেন তা সাথে সাথে বাংলা লেখায় পরিনত করবে এই ১MB Apps টি। এখন থেকে আর সারাদিন ধরে লিখতে হবে নাহ।

হ্যালো বন্ধুরা !
আজকে আমি আপনাদের এমন একটি এনড্রয়েড সফটওয়ারের কথা বলব যেটা ব্যাবহার করলে আপনারাও অবাক হয়ে যাবেন

এই সফটওয়ারটি হলো Bangla Voice text বাংলা কীবোর্ড ব্যাবহারের দিন শেষ। ব্যবহার করুন bangla speech to text converter. আর কত টাইপ করবেন। আধুনিক হন। মুখে বললেই যখন টাইপ হয়ে যায় তাহলে বাংলা শব্দ খুজে টাইপ করার ঝামেলাটা কেনই নিবেন।ব্যবহার করুন বাংলা ভয়েস টাইপিং আপনি মুখে যা বলবেন তা সহজেই টাইপ হয়ে যাবে।

অ্যাপটি ব্যবহারে বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারবেন টেক্সট দিয়ে। আপনার বলা টেক্সট যে কোন সোসিয়াল মিডিয়ায় সেন্ড করতে পারবেন আমাদের এই bangla voice to text converter দিয়ে। কপি করতে পারবেন। এই সফটওয়ারটি ওপেন করুন







আপনি সরাসরি google play store থেকে ডাউনলোড করতেDownload Click Here ক্লিক করুন 

আশাকরি সবাই ভাল থাকবেন আর প্রযুক্তির সব নতুন খবর জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ৷

যেভাবে Android phone দিয়ে delete হওয়া contact number ফিরিয়ে আনবেন?



বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন। আশা করি ভালোই আছেন।
আজ আমি আপনাদের মাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আপনারা পোস্ট টাইটেল পরে বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলব। এই ট্রিক টি যারা জানেন টারা উইজবিডির বাকি পোস্ট গুলো দেখটে পারেন।
এবার কথাই আসি। আমাদের মোবাইলে অনেক এর নাম্বার বা কন্টাক্ট থাকে। সেই কন্টাক্ট গুলো কোনো কারোনে ডিলিট হয়ে যায়। এই জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে বাছতে চাইলে কন্টাক্ট বেকাপ করুন। আপনার মোবাইলের ডিলিট হওয়া কন্টাক্ট বেকাপ করুন। আমার এই পোস্ট টি করার কারণ হলো ভুল বসত এই কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন।আর এই টেক্নলজির জগতে কোন না কোন ব্যবস্থা রয়েছে। হয়তো এই পোস্ট টি অনেকে করেছেন কোন না কোন অ্যাপ দিয়ে কিভাবে কন্টাক্ট ফিরিয়ে আনবেন। কিন্তু আজ আমি আপনাদের মাজে খুব সহজ একটি মধ্যেম নিয়ে এসেছি জার মাধ্যমে আপনি কন্টাক্ট বেকাপ করতে পারবেন। প্রথমে পলে স্টর থেকে একটি অ্যাপ নামান অ্যাপ টির সাইয মাটরো ২এম্বির ডাউনলোড করার জন্য এখানে কিলিক করুন click here । এই জন্য আপনার যা যা করতে হবে তা নিচে এসএস ফলকরুন।
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
এখানে Restore বাটনে চাপ দিলেই আপনার ক্নটাক্ট বেকাপ হইয়া যাবে।
আজকের মত এখানে শেষ। আবারও দেখা হবে পরবর্তী পোস্টে।

Friday, June 14, 2019

আবারও আজকে নিয়ে এলাম একটি Android games. যে গেমটি খেললে আপনার অন্য game খেলতে মন চাইবে না! Download করে নিন সুন্দর একটি game.

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর গেম শেয়ার করছি আমি গেমটি প্রায় প্রতিদিনই খেলি আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি

তো বন্ধুরা বেশি কথা বলে কাজে চলে যায় আজকের যেই গেমটি আপনাদের সাথে শেয়ার করবো সেই গেমটির নাম হল
Jurassic Survival Island.Apk গেমটির নাম আপনারা শুনলেও শুনতে পারেন কিন্তু আমি যেই টি আপনাদের সাথে দিতে চলেছি সেটি হল মোড় ভাষন
কার কেমন গেম ভালো লাগে জানি না তবে কিছু স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেখে যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করবেন




বন্ধুরা গেমটি সম্পর্কে আর বেশি কিছু বলবো না ডাউনলোড করে খেললে নিজেই বুঝে যাবেন কত সুন্দর এই গেমটি ধন্যবাদ

Friday, May 17, 2019

এখন সাবটাইটেল দিয়ে যেকোনো ভিডিও দেখুন। কোনো apps ছারাই!

এখন  সাবটাইটেল দিয়ে যেকোনো   ভিডিও দেখুন।  কোনো apps ছারাই!
ভিডিও সাবটাইটেল হলো সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে দেয়।উপরের ছবিটি দেখে হয়তো বুঝতে পেরেছেন।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেটের হতে পারে।যেমন:Smi ও srt ইত্যাদি।
সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন যেভাবে।
1.প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের Mx player এ যান। আপনার পছন্দের ভিডিও টি চালু রেখে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন।


2.অবশেষে “Open”লেখায় ক্লিক করে আপনার সাবটাইটেল টি সিলেক্ট করে দিন আর আপনার পছন্দের সিনেমা উপভোগ করুন।
আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ফেসবুকে মেসেজ করতে পারেন।

Wednesday, May 15, 2019

সবার আগে পল্লী বিদ্যুৎ বিল কত টাকা এসেছে দেখে নিন সবার আগে Hacking করে তা ও আবার বিকাশ দিয়ে।


আজকে আমি Bkashএর মাধ্যমে একটি দারুন খেলদেখাতে নিয়ে এসেছি।যার মাধ্যমে যেকোনো পল্লী বিদ্যুৎর বিল কই টাকা তা সবার আগে দেখবেন তা আবার 1 মিনিটে দেখতে পারবেন।আশা করি এই কাযকরটি সবার ভালো লাগবে।অনেক কথা হলো এইবার কাজে আশা যাক।আশা করি সবার Bkash To Parsonal আছে।.প্রথমে Bkashএ চলে যান।Screenshotদেখে কাজ করুন।




এইবার দেখতে পারবেন একটি বিলের কাগজের উপর একটি Code আছে তা এখানে বসাবেন।Screenshot দেখে কাজ করুন।
জুম করি।
এইবার বসান কোডটি।
এইবার কোন মাসে বিল দেখতে চান।সেটা বসান এইভাবে।
এইবার নিজের Passwordটি দিন।

ব্যাস কাজ শেষ।এইবার একটি SMS আসবে।প্রমান
আশা করি সবাই বুঝতে পেরেছেন।ভালো লাগলে Commentএ জানাবেন............🤣

Tuesday, May 14, 2019

এখন Gmail,Facebook,Twitter,tiktok সব হ্যাক করুন খুব সহজে।শুধু link দিয়ে [hacking tutorial]


আজকের বিষয় : কারো GMAIL ID Hack করার জন্য না। বরং আপনাদের সর্তক করার জন্য এই পোস্ট। এই পোস্ট এর trick গুলো ভুল কাজে ব্যাবহার করবেননা। Gmail hack করার জন্য আপনাদের একটি website এ account কর‍তে হবে। account করার জন্য এইখানে ক্লিক করুন।তারপরে এ account কিরুন।

Open করার পরে Desktop mod করে নিন তারপরে,

তারপর sing up এ ক্লিক করুন তারপর,

এই ফরম টা পুরন করুন টিক স্কিনসট এর মতো,

তারপরে আপনার gmail টা ভেরিফাই করে Login করে নিন।


login করার পরে এইরকম একটা পেজ so করবে আপনাদের সামনে। এইখান থেকে facebook,gmailআরো অনেক কিছু hack করতে পারবেন।gmail hack করার জন্য ২ নাম্বার পেজ এ জান তারপর দেখুন,

এইখান থেকে একটা link নিতে হবে। আপনারা english এ পাঠাতে চাইলে english ক্লিক করুন একটা link so করবে ওইডা copy করুন।

link copy করুন। তারপরে জার Gmail Hack করবেন তাকে বলেন এইটাতে Registration করলে 10$ পাবেন। তারপরে তাকে link টা share করুন।

তারপরে se open করার পরে নিছের স্কিনসট এর মতো আসবে,

এইখানে তার gmail password বসিয়ে singup করলে।

peg টা google এর মতো আসবে। সে জদি এইখানে তার Gmali password বসায় সাথে সাথে তার gmail hack। login করার পরে নিছের স্কিনসট এর মতো আসবে।

তার gmail hack হয়ে গেছে। সে আপনার link এ login করার সাথে সাথে আপনার মবাইলে বেল বেযে উঠবে।
তারপরে তার gmail password দেখার জন্য নিছের স্কিনসট লক্ষ করুন।

ক্লিক করুন।

তারপরে দেখুন,
দেখুন তার gmail r password so করছে। এই পোস্টটি দেয়ার
মূল উদ্দেশ্য হলো আপনি আর এই ফাদে পা দিবেন না। আর এই trick দিয়ে কারো ক্ষতি করবেননা। আজ আই পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন।

Sunday, May 12, 2019

Aide দিয়ে apps বানান নতুন ভাবে like 1tipsbd

Aide দিয়ে  apps বানান নতুন ভাবে like 1tipsbd
মোবাইলে Android Integrated Development Environment সংক্ষেপে AIDE এর মাধ্যমে ব্যাসিক  কিছু অ্যপ তৈরি করা সম্ভব। আমরা এই ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে অ্যাপ তৈরি এবং তা কাস্টমাইজ করা শিখব। এর জন্যে আমাদের প্রয়োজন হবে AIDE – IDE For Android Java C+ Google Drive লিংক থেকে প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিন!

কাজ শুরু পূর্বেই App এর ফিচার এবং Screenshot দেখে নিনঃ

App টিতে শুধুমাত্র আপনার Website এর Url-ই কাজ করবে। সাইটে অন্য কোনো Url দেয়া থাকলে InApp Browser এ ওপেন হবে। আর ডিভাইস Offline এ থাকলে Error Interface Show করবে। ফলে আপনার সাইটের Url দেখা যাবে না।


কাজের ধারাঃ

প্রজেক্ট Open করার পদ্ধতিঃ

  • প্রথমে উপরের লিংক থেকে AIDE ডাউনলোড করে নিন।
  • এবার  Web Intergration App.zip ফাইলটি ডাউনলোড করে নিন।
  • এবার নিচের Screenshot এর মতো করে ফাইল টি Extract করে নিন।

  • এখন AIDE অ্যাপটি ওপেন করুন।
  • নিচের Screenshot এর মতো করে Extract করা zip ফাইলের “app” Module এ প্রবেশ করে build.gradle ফাইলে প্রবেশ করে Project Open করুন।

    লাইব্রেরি ডাউনলোড করা এবং Error ফিক্স করাঃ

    • Project Open করার সাথে সাথে কিছু Error শো করবে। (ভয় পাবেন না,  কিছু লাইব্রেরি ফাইল Missing থাকার কারণে এই Error গুলো শো করছে)
    • এবার  লাইব্রেরি ফাইল ডাউনলোড Permission চাইবে। নিচের Screenshot এর মতো করে লাইব্রেরি ডাউনলোড দিন। 
    • একই ভাবে যতবার ডাউনলোড চাইবে ততবার ডাউনলোড দিন। বেশি মেগাবাইট খরচ হবে না। সর্বোচ্চ ৩-৪ এমবি খরচ হবে।

    কনফিগারেশন Class এবং Utility সেট আপঃ

    • AIDE তে প্রবেশ করুন।
    • এবার আপনার Project এর src –> main –> java –> Config.java Class এ প্রবেশ করুন।
    • এবার ‘baseUrl’ String এর Value তে আপনার সাইটের  Url টি দিন। 
    • এই কাজটি খুব সতর্কতার সাথে করবেন। আর হ্যাঁ, আপনি যে Url টি দিবেন তার শেষে যেন অবশ্যই “/” Symbol টি থাকে। 
    • এবার ‘headerImg’ String এর Value তে App এর Header এ যে Image শো করাতে চান তার Url টা দিন।
    • এবার ‘titleToolbar’ String এর  value তে একটি টাইটেল দিন। যা আপনার App এর Toolbar এ শো করবে।
    • এবার ‘titleExpanded’ String এর Value তে একটি টাইটল দিন। যা আপনার App এর Expanded Toolbar এ শো করবে।
    • বিঃদ্রঃ বুঝতে সমস্যা হলে প্রত্যেকটা String এর উপরে Comment Instruction দেয়া আছে। তা ভালোভাবে পড়ুন।
    • এবার Domain Utility Setup এর জন্য আপনার Project এর src –> main –> java –> Utils ফাইলে প্রবেশ করুন। 
    • এবার নিচের দেখানো Screenshot এর চিহ্নিত Value তে আপনার Domain এর নাম টি দিন  .com/www/http ছাড়াই।

    App কনফিগারেশন ঃ

    • App টির নাম চেইঞ্জ করতে চাইলে src –> main –> res –> values –> String.xml ফাইলে প্রবেশ করুন। এবার “app_name” attribute সংবলিত String টি খুজে বের করুন। তারপর এর Value তে আপনার App এর পছন্দের নাম টি দিন।
    • Icon চেইঞ্জ করতে চাইলে প্রথমে File Manager এর মাধ্যমে src –> main –> res এ প্রবেশ করুন। এবার mipmap অথবা drawable এর যে কোনো একটি ফোল্ডারে আপনার কাংখিত png ফাইলের Icon টি রেখে দিন।
    • এবার AIDE তে প্রবেশ করে src –> main –> AndroidManifest.xml ফাইলে প্রবেশ  করে “android:icon” Attribute এর value টি চেইঞ্জ করুন। যদি আপনি icon টি Drawable ফোল্ডারে রেখে থাকেন তাহলে value দিন “@drawable/YOUR_ICON_NAME” আর যদি mipmap ফোল্ডারে রাখেন তাহলে value দিন “@mipmap/YOUR_ICON_NAME”
    • যদি Additional Color গুলো চেইঞ্জ করতে চান তাহলে src –> main –> res –> values –> colors.xml এ গিয়ে চেঞ্জ করবেন।
    • App name এবং App icon চেঞ্জ করতে সমস্যা হলে এই পোস্ট টি দেখে নিন।
    • এবার App টি রান করুন। 
    😍😍😍 “তৈরি হয়ে গেল আপনার App আর শুরু হয়ে গেল আমার হাতব্যথা”😜😜😜