Monday, June 17, 2019

আপনি কি জানেন Deep web সম্পর্কে 😎 এখনি নিয়ে নিন এই dark জগৎএ প্রবেশ করার top 5 web link.....

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি Dark Website এর লিংক খুজে নেওয়ার জন্য সেরা কিছু Search Engine এর লিংক এবং তথ্য নিয়ে।


Search Engine মূলত Google,  Yahoo ,Bing, Yandex এগুলোকে ধরা হয় আর Search Engine এর কাজ মূলত আপনি যা লিখে Search করবেন তা নিয়ে তাদের Index করা সকল তথ্য আপনার সামনে তুলে ধরা। আশা করি Search Engine এর কাজ সংক্ষেপে বুঝে গিয়েছেন। তবে Dark কিংবা Deep Web এর লিংক কিন্তু আপনি এখানে খুজে পাবেন না।
কারন  বিষেশজ্ঞদের মতে গুগল ইন্টারনেট জগতের ১০০ ভাগের মধ্যে ০.৯৯% জানে কি অবাক হলেন তো।
কিন্তু এটাই সত্যি আর তাহলে মনে প্রশ্ন জাগবে বাকী ৯৯% কই গেল তবে শুনুন বুঝিয়ে বলার চেষ্টা করছি ।

আমরা যারা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী তারা শুধু ইন্টারনেট এর Surfing Web গুলো ব্যবহার করে থাকি যেমন ধরুন Google,  Facebook, Twitter, Instagram,  Youtube,  Newspaper ইত্যাদি।
তবে এর বাহিরে রয়েছে বিশাল এক রাজ্য যা কিনা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা চাইলেও প্রবেশ করতে পারবেন।
কিছুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি সরকারী কিছু গোপনীয় তথ্য থাকে যা তারা প্রকাশ্যে আনলে সমস্যা হবে তারা তা অবশ্যই রাখতে চাইবে লোক চক্ষুর আড়ালে তাই তারা Secret তথ্য গুলো রাখার জন্য ব্যবহার করে থাকে  Deep Web . সরকার তো ছিল উদাহরণ দেওয়ার জন্য এর লিস্টে থাকতে পারে Army দের Secret Mission কিংবা Secret সব রিসার্চ গুলো।


এটা তো গেলো Deep Web এর কথা এর থেকেও যেটা High Security Onion Tor Server এর ভান্ডারে রয়েছে Deep Web আর এটাকে মানা হয় ইন্টারনেট এর অন্ধকার জগত।



Engines Links

চলুন আর দেরী না করে শুরু করা যাক।

1. Torch

এটি একটি অন্যতম সেরা অন্ধকার ওয়েব সার্চ ইঞ্জিন যা খুব জনপ্রিয় এবং  বিশাল সংখ্যক ডাটাবেস নিয়ে সংগঠিত । আনুমানিক 434838 ওয়েব এর পৃষ্ঠাগুলি এর ইনডেক্স তালিকায় রয়েছে।

2. Not Evil

যদি আপনি  অন্ধকার Dark ওয়েবে কোনও প্রশ্ন অনুসন্ধান করতে চান এবং কিছু ভাল ফলাফল পেতে চান তবে আপনি  Not Evil সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে পারেন । সার্চ ইঞ্জিন Index এ 16189136 টি  ডার্ক কিংবা ডীপ ওয়েব এর লুকানো লিঙ্ক খুজে পাবেন।

3. Ahmia

আপনি উপরের গভীর ওয়েব অনুসন্ধান করার জন্য ইঞ্জিনের উপরে সন্তুষ্ট না হয়ে থাকলে,  ব্যবহার করে দেখতে পারেন Ahmia। Ahmia টর নেটওয়ার্ক ব্রাউজ করার জন্য অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন। কিন্তু আপনি যদি Illegal কিছু সন্ধান করার কথা ভেবে থাকেন তবে Ahmia আপনার জন্য সঠিক পছন্দ নয় কারণ  illegal সামগ্রী গুলো তালিকাভুক্ত নয়। এটি একটি ওপেন সোর্স প্রকল্প। অনুসন্ধান করা অন্যান্য টর সার্চ ইঞ্জিন এর তুলনায় সহজ। আপনি যা সার্চ করতে চান বাক্সে লিখুন এবং এন্টার চাপুন। আপনি পছন্দসই ফলাফল লিঙ্ক পাবেন।
4. Haystak
Haystak নতুন চালু darknet সার্চ ইঞ্জিন। তারা দাবি করেছে তারা 260,000 Onion Link সহ 1.5 বিলিয়ন পৃষ্ঠা Index করেছে। Deep ওয়েব ব্যবহারকারীদের জন্য দ্রুত ও ব্যাপক অন্ধকার ওয়েব অনুসন্ধান ইঞ্জিন  সুবিধা প্রদানের লক্ষ্যে Haystak উন্নত করার কার্যক্রম চলছে। তাদের দুটি পরিকল্পনা রয়েছে প্রথমটা  বিনামূল্যে এবং দ্বিতীয়টি হল প্রিমিয়াম। তারা আপনার প্রশ্নের উত্তর অনুসন্ধান, ভিসা কার্ড নম্বরগুলিতে অ্যাক্সেস, ইমেল ঠিকানাগুলি, নতুন করে সার্চের সময় আপনার অনুসন্ধান করা  শব্দ এবং আরও অনেক কিছু মিলে গেলে ইমেল সতর্কতা প্রদর্শিত করে। তাদের মেশিন লার্নিং ইঞ্জিনের মতো কিছু উন্নত পরিষেবা সরবরাহ করার জন্য Develop করা হয়েছে।

5. DuckDuckGo

এটি সর্বাধিক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই DarkWeb ওয়েব লিঙ্কগুলি সার্চ করার জন্য ব্যবহার করে এবং তার প্রয়োজনীয় ফলাফলটি খুজে দেয়, এই Deep ওয়েব অনুসন্ধান ইঞ্জিন আপনার Activity ট্র্যাক করে না।

6. Searx

Searx একটি Dark ওয়েব সার্চ ইঞ্জিন কিন্তু এটি শুধুমাত্র Clearnet থেকে আপনার প্রশ্নের  ফলাফল প্রদর্শন করে। প্রদর্শন করা ফলাফলে দেখাবে একটি সংক্ষিপ্ত বিবরণ, সাইট শিরোনাম এবং সাইট লিঙ্ক। আপনি নিজের মত কাস্টম সেটিং করে উন্নত সেটিংস এবং পছন্দসই কাজের জন্য ব্যবহার করতে পারেন। Searx আপনার গোপনীয়তা সম্পর্কে যত্নশীল; তারা তাদের ব্যবহারকারীদের সম্পর্কে কোন তথ্য সঞ্চয় করে না এবং তৃতীয় পক্ষের সাথে কোনও তথ্য শেয়ার করে না। এটি ওপেন সোর্স সফ্টওয়্যার এবং সম্পূর্ণ বিনামূল্যে। আপনি Github এ Searx কোড চেক করতে পারেন

7. Tor Links | .onion Links List


Tor Links একটি Tor সার্চ ইঞ্জিন এর মধ্যে সীমাবদ্ধ নয় তবে অন্ধকার ওয়েব লিঙ্কগুলি খুজে পাওয়ার জন্য  ভাল উৎস হতে পারে। Tor Links  খুব User Friendly এবং ভাল মানের Layout করা । এখানে আপনি ড্রাগ, ডিজিটাল পণ্য, প্রেমমূলক, জুয়া, হ্যাকিং, ফোরাম, মিডিয়া এবং আরও অনেক কিছু সম্পর্কিত Tor এর লুকানো  লিঙ্কগুলি খুঁজে পেতে পারেন। 

8. Grams
এটি একটি নতুন Dark ওয়েব সার্চ ইঞ্জিন। যদি আপনি Deep ওয়েবে কিছু অনুসন্ধান করতে চান তবে আপনি সঠিক জায়গায় আছেন। তবে কীভাবে খুঁজে নিবেন তা জানি না তবে আমি আপনাকে এই সাইটটির সুপারিশ করব। গুগল সার্চ ইঞ্জিনের মতো কাজ করে যাচ্ছে। আপনার কীওয়ার্ডটি লিখুন  তারপর “গ্র্যাম অনুসন্ধান” বোতামটি টিপুন, তারপরে আপনার ফলাফল আপনার চোখের সামনে থাকবে। কিন্তু এখানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, যদি আপনার ক্যোয়ারী, বন্দুক, হ্যাকিং বা অন্য যে কোনও পণ্য সম্পর্কিত প্রশ্ন থাকে তবে আপনি এখানে ভাল ফলাফল খুঁজে পেতে পারেন অথবা Grams আপনাকে সাহায্য করতে পারে । কারণ বেশিরভাগ সময় আমি দেখেছি, অনুসন্ধান ফলাফলগুলি কালোবাজারের বাজার থেকে পাওয়া যাচ্ছে যেমন: এলফাবে, ড্রিম মার্কেট, হানসা এবং ইত্যাদি।

9. Info Desk Grams


Info Desk Grams Dark ওয়েব Grams  সার্চ ইঞ্জিনের Sister সাইট, এখানে আপনি বিক্রেতাদের সম্পর্কে সর্বশেষ পর্যালোচনার সুযোগ পাবেন যা একাধিক Dark বাজারে বিক্রয় হয়ে থাকে। 

Thursday, May 16, 2019

#গল্প:- একটা ডাক্তার মেয়ের ভালবাসা [অস্থির একটা **♥ ]


Hi @all...
#গল্প:-

#একটা ডাক্তার মেয়ের ভালবাসা

রুমা:- আপনি এসেছেন? অবশ্য জানতাম আপনি আসবেন..
আবির:-(মুচকি হাসি দিল) এখানে কথা না বলে চলো একটু হাঁটি আর গল্প করি।
--হ্যাঁ চলুন
--আচ্ছা তোমার পড়ালেখা কেমন হচ্ছে??
--হ্যাঁ ভালো
--তোমার ডাক্তারি পড়া শেষ হবে কবে??
--এই তো আর এক থেকে দেড় বছর
--হ্যাঁ, ভালো ভাবে পড়, তোমাকে একদিন খুব বড় ডাক্তার হতে হবে, মানুষের সেবা করবে।
--হ্যাঁ, ভালো ভাবে পড়ছি, আর আমি ডাক্তার হয়ে আপনার মত পাগলদের চিকিৎসা আগে করব।
--তাই?? শুনো তুমি যদি ডাক্তার হোও, আমি হব তোমার রোগী।
--কেমন রোগী হবেন??
--পার্মানেন্ট
--ওয়াও,
--কি খুঁশী হলে??
--খুঁশি হব না?? ডাক্তার হবার পড়েও তো অনেকে পার্মানেন্ট রোগী পায় না, আর আমার কি সৌভাগ্য দেখেন, ডাক্তার হবার আগেই একটা পার্মানেন্ট রোগী পাচ্ছি। তাও আবার সে আমার পাশেই।
--এখনি হেঁসে নাও, একদিন দেখবে, আমি কঠিন রোগে আক্রান্ত আর অপারেশনটা তোমাকেই করতে হবে, সেদিন দেখো এই হৃদয়ে শুধু তোমারই নামটি লিখা।
--হা হা আপনি তো খুব রশিকতা করতে পারেন, আচ্ছা আজ আছি? হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এলাম দেখছেন??
--ও হ্যাঁ তাই তো, আচ্ছা ভালো থেকো বাই.....
-------------------------
পরদিন
------------
--আপনি আজও এসেছেন??
--হ্যাঁ, দেখতেই তো পাচ্ছো
--এভাবে প্রতিদিন পথ চেয়ে থাকতে কেমন লাগে??
--শুধু তোমাকে ভালবাসি, তাই তোমার পথ চেয়ে থাকতে একটুও খারাপ লাগে না।
--শুনেন আপনি শুধু আমার বন্ধু এরচেয়ে বেশি কিছু ভাবি না, ভাবতে পারবও না, আপনি ভালো করে জানেন আমি
মা-বাবার একমাত্র মেয়ে, তাই তাদের মতের বাহিরে আমি কিছু করতে পারব না।
--আমি তোমার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাব।
--তাতে কোনো লাভ হবে না, আচ্ছা, আজকের মত আসি বাই।
.........................
এভাবে বেশ কিছুদিন কেটে যায়...............
---------------------
রুমা:- আপনি আজও?? এভাবে আর কতদিন???
--যতদিন রাজি না হবে
--দেখেন যেটা হবে না, সেটা নিয়ে কেনো এভাবে পড়ে আছেন??
--আচ্ছা, আমি তো তোমার অচেনা কেউ নয়, জানা-শোনা, আমাকে তো ভালভাবেই চিনো কোনো দিক দিয়ে আমাকে খারাপ মনে হয়???
--না একদমই না, আপনার চেয়ে ভালো আমি ২য় কাউকে দেখি নি।
--তাহলে কেনো বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছো??
--কারণ আমি মা-বাবাকে কষ্ট দিতে পারব না, , আমি যখন ssc পাস করি তখনি তারা আমাকে ডাক্তারি পড়াবে বলে দেয়, আর বিয়েও কোনো ডাক্তারের সাথে দিবে জানিয়ে দেয়, এটাও বলে দেয় যোনো ক্লাসমেট হোক বা যাই হোক কোনো ছেলের সাথে বন্ধুত্ব করা যাবে না, আমার বিয়ে ডাক্তার ছেলের সাথেই হবে, এটাই তাদের চুড়ান্ত সিদ্ধান্ত, এটা আপনাকে আগেও বলছি এখনো বলছি, প্লিজ আমার পেছনে এভাবে সময় নষ্ট করবেন না।
--ডাক্তার মেয়ের ডাক্তার ছেলের সাথেই বিয়ে হতে হবে এটা কোন আইনে আছে?? তোমার পছন্দের কোনো দাম নেই??
--এটা হয়তো কোনো আইনে নেই, এটা আমার মা-বাবার স্বপ্ন, আর মেয়ে হয়ে তাদের স্বপ্নটা পূরণ করা আমার কর্তব্য।
--এটাই তোমার শেষ কথা???
--হ্যাঁ, আর শুনেন আপনি জানেন আমার কোনো ছেলে বন্ধু নেই, আপনার সাথে কথা বলতে ভালো লাগে তাই একটু কথা বলি,, সামনে আমার পরীক্ষা, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, দোয়া করবেন যেনো মা-বাবার স্বপ্নটা সত্যি করতে পারি, আর একটা কথা পরীক্ষার মধ্য আমার সাথে দেখা না করলে খুঁশী হব, পরীক্ষা শেষে আমি আপনাকে ডেকে নিব, আজকের মত আসি ভালো থাকবেন বাই.....
.
রুমা চলে যেতে লাগল, আবির চেয়ে দেখছে,
((ও আবির সম্পর্কে তো কিছু বলা হয়নি,, পড়ালেখায় খুব মেধাবী, অনার্স পাস করে ভালো রেজাল্ট পায়। এরপরই ভালো একটা জব পায় + মাস্টার্সে পড়তে থাকে। আবিরের বাড়ি যশোর পড়ালেখা জন্য ঢাকাতে পাড়ি জমায়, এরপর সে একটা বাসা নিয়ে থাকে, তার বেশ কিছু দূরে রুমার বাসা, একদিন আবির রাস্তা দিয়ে হাঁটতেছিল তখন রুমাকে দেখে, কিছু হত-দরিদ্র বাচ্চাদের খাবার কিনে দিচ্ছে, সেটা দেখেই রুমাকে তার ভাল লাগতে শুরু করে, এরপর থেকে আবিরও রুমার মত
হত-দরিদ্র বাচ্চাদের খাবার কিনে দিত খেলা করত, এভাবে একদিন রুমা বাচ্চাদের খাবার কিনে দেয়, তখন একটা বাচ্চা ছেলে বলল আপু আপনার মত আমাদেরও একটা ভাইয়া খাবার কিনে দেয়, এরপরই ওদের পরিচয় হয়, যদিও রুমা আবিররের থেকে বেশ ছোট তবুও বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠে তাদের মধ্য আর বন্ধুত্বের কিছুদিন পরই আবির তার ভালো লাগার কথা জানিয়ে দেয়, রুমা রাজি হয় নি, পড়ে সব খুলে বলে আবিরকে, কিন্তু আবির এটা মানতে পারছে না তাই আজও রুমার পথ চেয়ে বসে থাকা))
---------------------------
রুমার পরীক্ষা শেষ হবার ৩-৪ দিন পর, সে আবিরের সাথে দেখা করল,
কেমন আছেন?
--যদি বলি ভালো আছি বিশ্বাস করবে??
--এভাবে কেনো বলছেন??
--তুমি বলছিলে বলে তোমার সাথে দেখা করি নি, জানো কত কষ্ট হয়েছে??
--আপনি এখনো এটা নিয়ে পড়ে আছেন?? দেখেন আমি শুধু আপনাকে বন্ধু হিসেবেই জানি, আর চাই আপনিও আমাকে বন্ধু হিসেবে মেনে নেন।
--এই শুনো, চাইলে বন্ধুকে ভালবাসার স্থানে বসানো যায়, কিন্তু ভালবাসার মানুষকে বন্ধুত্বের জায়গায় বসানো যায় না।
--আপনি এমন করলে হয়তো কখনই আর দেখা করব না, আর হ্যাঁ, শুনেন আমার বিয়ে ঠিক হয়েছে একটা ডাক্তার ছেলের সাথেই, সে আমেরিকা থেকে ডাক্তারি পড়েছে আমেরিকাতেই থাকে, আমার রেজাল্ট দিয়ার পর পরই আমাদের বিয়ে আর বিয়ের পর হয়ত আমাকেও সেখানে নিয়ে যাবে।
--শেষমেশ ডাক্তার ছেলেকেই বিয়ে করছো? আজ আর আমি তোমাকে জোর করব না জাস্ট সত্যি করে একবার বলো, আমাকে কি একটু ভালবাসো না??? একটা বারও কি আমার সাথে থাকতে ইচ্ছে করে না??
-- না আপনাকে ভালবাসি না, জানি আমি আপনার হতে পারব না তাই ভালবেসে কি হবে??
--আবির কথাটা শুনে তাকিয়ে থাকল রুমার মুখের দিকে...
--রুমা, শুনেন আমি এখন বিদায় নিব, জানি না কখনো আর দেখা হবে কি না, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আসি তাহলে বাই, এই বলে রুমা হাঁটা শুরু করল।
--আবির তখন পেছন থেকে বলল, আমি জানি একসময় তুমি ফিরে আসবে, আমার ভালবাসার জয় হবেই, আমি যতদিন বেঁচে থাকব তোমার জন্য অপেক্ষা করব।
--রুমা কিছু বলে নি, বাড়ি ফিরে একা একা কিছুখন কান্না করল।
--------------------
--------------------------------
দীর্ঘ ৬ বছর পর
------______________-----
রুমা এখন বড় একটা হাসপাতালের চিকিৎসক।
একদিন প্রত্যক বেডে গিয়ে রোগীকে দেখতে ছিল, হঠাৎ একটা বেডের দিকে চোখটা পড়তেই, খুব চমমে উঠল। এমনটা সে কখনই ভাবে নি, যা আজ তাকে দেখতে হলো। সে আর কেউ নয়, বেডে শুয়ে ছিল আবির,, এমন একটা দিন সে কখনই চাই নি,, অনেক খুঁজেছে মানুষটাকে কিন্তু কোথাও পায় নি, আজ ৬ বছর পর দেখল তাও এভাবে,, রুমা এরপর এক নার্সকে বলল কে এসেছে এর সাথে, নার্স বলল তার এক ফ্রেন্ড, আচ্ছা তার ফ্রেন্ড আসলে আমার সাথে দেখা করতে বলবা,
নার্স:- আচ্ছা ম্যাডাম
-------------_______
কিছুখন পর
_____________
--ভেতরে আসতে পারি?
-রুমা:- হ্যাঁ, আসুন
--আমি, ওমুক রোগীর সাথে এসেছি।
--ও আচ্ছা, আপনি তার কি হোন??
--আমার ফ্রেন্ড
--তার পরিবারের কেউ আসে নি??
--না, আসলে ওর পরিবার বলতে তো শুধু ও আর আন্টি ছিল,, বাট ৫ বছর আগে ওর মা মারা যায়।
--কথাটা শুনে অনেকটা আঘাত পেল রুমা, আচ্ছা আপনার বন্ধুর চিকিৎসার জন্য কোনো পরীক্ষা করা হয়েছে??
--হ্যাঁ, ওর দুটো কিডনিতেই পাথর পড়েছে।
--ও, আচ্ছা আপনি এখন আসতে পারেন।
--জি আচ্ছা
_______________
এর কিছুখন পর হাসপাতাল অধিদপ্তর থেকে রুমাকে জানানো হল, আবিরের অপারেশনটা তাকেই করতে হবে, কারণ তার মত সুদক্ষ ডাক্তার হসপিতালে নেই।
--রুমা হ্যাঁ বলে চলে আসল। তার রুমে এসে বসলো, আর পুরোন কথাগুলো স্মরণ করল, তুমি যদি ডাক্তার হোও রোগী হব আমি। দেখো, একদিন কঠিন রোগে আক্রান্ত হব আর তোমাকেই অপারেশনটা করতে হবে। কথাগুলো ভাবতে না ভাবতেই কয়েক ফোটা চোখের পানি বের হলো, কি করবে এখন সে?? পারবে কি প্রিয় মানুষটির অপারেশনটা করতে??
আর দু দিন পর অপারেশন, নার্সের কাজটাও রুমা নিজে করছে, আবিরের বন্ধু কিছুটা অবাক হলো বাট কিছু জিজ্ঞেস করে নি।
________আজ অপারেশন............
#next 2nd part pete chaile 
#comment koren...
#thank #you...

Wednesday, May 15, 2019

সবার আগে পল্লী বিদ্যুৎ বিল কত টাকা এসেছে দেখে নিন সবার আগে Hacking করে তা ও আবার বিকাশ দিয়ে।


আজকে আমি Bkashএর মাধ্যমে একটি দারুন খেলদেখাতে নিয়ে এসেছি।যার মাধ্যমে যেকোনো পল্লী বিদ্যুৎর বিল কই টাকা তা সবার আগে দেখবেন তা আবার 1 মিনিটে দেখতে পারবেন।আশা করি এই কাযকরটি সবার ভালো লাগবে।অনেক কথা হলো এইবার কাজে আশা যাক।আশা করি সবার Bkash To Parsonal আছে।.প্রথমে Bkashএ চলে যান।Screenshotদেখে কাজ করুন।




এইবার দেখতে পারবেন একটি বিলের কাগজের উপর একটি Code আছে তা এখানে বসাবেন।Screenshot দেখে কাজ করুন।
জুম করি।
এইবার বসান কোডটি।
এইবার কোন মাসে বিল দেখতে চান।সেটা বসান এইভাবে।
এইবার নিজের Passwordটি দিন।

ব্যাস কাজ শেষ।এইবার একটি SMS আসবে।প্রমান
আশা করি সবাই বুঝতে পেরেছেন।ভালো লাগলে Commentএ জানাবেন............🤣

Saturday, April 27, 2019

রমজান এর সেহরি ও ইফতারের সময়সূচী [২০১৯]

রমজান এর সেহরি ও ইফতারের সময়সূচী  [২০১৯]

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালোই আছি ।আজ আপনাদের অনেকের অনুরোধে সামনের রমজান এর সময়সূচী সম্পূর্ণ লিখিত রূপে নিয়ে আসলাম ।কাল থেকে অনেক কষ্ট করে লিখতেছি ।তো কথা না বলে কাজে চলে আসি :

ইফতার ও সেহরি এর সময়সূচী
* রোজার ক্যালেন্ডার ২০১৯ *
১ম রমজান
তারিখ ০৭ মে (চাদ দেখার উপর নিভরশীল )
বার -মঙ্গল
সেহরির শেষ সময় ৩:৫২ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫৮ am
ইফতারের সময় ৬:৩৪ pm

২য় রমজান


তারিখ ০৮ মে
বুধবার
সেহরির শেষ সময় ৩:৫১ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫৭ am
ইফতারের সময় ৬:৩৪ pm

৩য় রমজান


তারিখ ৯ মে
বৃহস্পতিবার
সেহরির শেষ সময় ৩:৫০ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫৬ am
ইফতারের সময় ৬:৩৫ pm

৪র্থ রমজান


তারিখ ১০ মে
শুক্রবার
সেহরির শেষ সময় ৩:৫০ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫৬ am
ইফতারের সময় ৬:৩৫ pm

৫ম রমজান


তারিখ ১১ মে
শনিবার
সেহরির শেষ সময় ৩:৪৯ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫৫ am
ইফতারের সময় ৬:৩৬ pm
নিচে এরকম করে প্রথম টি কত রমজান তা ,দ্বিতীয়টি কত তারিখ তা ,তৃতীয়টি হল বার ,চতুর্থ টি হল সেহরির শেষ সময় ,৫ ম টি হল ফজরের ওয়াক্ত শুরুর সময় আর শেষেরটি হল ইফতারের সময় ।

০৬ রমজান


১২ মে
রবিবার
৩:৪৯ am
৩:৫৫ am
৬:৩৬ pm

০৭ রমজান


১৩ মে
সোমবার
৩:৪৮ am
৩:৫৪ am
৬:৩৬ pm

০৮ রমজান


১৪ মে
মঙ্গলবার
৩:৪৮ am
৩:৫৪ am
৬:৩৭ pm

০৯ রমজান


১৫ মে
বুধবার
৩:৪৭ am
৩:৫৩ am
৬:৩৭ pm

১০ রমজান


১৬ মে
বৃহস্পতিবার
৩:৪৭ am
৩:৫৩ am
৬:৩৮ pm

১১ রমজান


তারিখ ১৭ মে
শুক্রবার
সেহরির শেষ সময় ৩:৪৬ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫২ am
ইফতারের সময় ৬:৩৮ pm

১২ রমজান


১৮ মে
শনিবার
সেহরির শেষ সময় ৩:৪৬ am
ফরজের ওয়াক্ত শুরু ৩:৫২ am
ইফতারের সময় ৬:৩৯ pm

১৩ রমজান


১৯ মে
রবিবার
৩:৪৫ am
৩:৫১ am
৬:৩৯ pm

১৪ রমজান


২০ মে
সোমবার
সেহরির শেষ সময় ৩:৪৪ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৫০ am
ইফতারের শেষ সময় ৬:৪০ pm

১৫ রমজান


২১ মে
মঙ্গলবার
৩:৪৪ am
৩:৫০ am
৬:৪০ pm

১৬ রমজান


২২ মে
বুধবার
৩:৪৩ am
৩:৪৯ am
৬:৪১ pm
১৭ রমজান
২৩ মে
বৃহস্পতিবার
৩:৪৩ am
৩:৪৯ am
৬:৪২ pm

১৮ রমজান


২৪ মে
শুক্রবার
৩:৪২ am
৩:৪৮ am
৬:৪২ pm

১৯ রমজান


২৫ মে
শনিবার
৩:৪২ am
৩:৪৮ am
৬:৪২ pm

২০ রমজান


২৬ মে
রবিবার
৩:৪১ am
৩:৪৭ am
৬:৪৩ pm

২১ রমজান


২৭ মে
সোমবার
৩:৪১ am
৩:৪৭ am
৬:৪৩ pm

২২ রমজান


২৮ মে
মঙ্গলবার
৩:৪০ am
৩:৪৬ am
৬:৪৪ pm

২৩ রমজান


২৯ মে
বুধবার
সেহেরির শেষ সময় ৩:৪০ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৪৬ am
ইফতারের সময় ৬:৪৪ pm

২৪ রমজান


৩০ মে
বৃহস্পতিবার
৩:৪০ am
৩:৪৬ am
৬:৪৫ pm

২৫ রমজান


৩১ মে
শুক্রবার
৩:৩৯ am
৩:৪৫ am
৬:৪৫ pm

২৬ রমজান


০১ জুন
শনিবার
৩:৩৯ am
৩:৪৫ am
৬:৪৬ pm

২৭ রমজান


০২ জুন
রবিবার
৩:৩৯ am
৩:৪৫ am
৬:৪৬ pm

২৮ রমজান


০৩ জুন
সোমবার
সেহরির শেষ সময় ৩:৩৯ am
ফজরের ওয়াক্ত শুরু৩:৪৫ am
ইফতারের সময় ৬:৪৬ pm

২৯ রমজান


০৪ জুন
মঙ্গলবার
সেহরির শেষ সময় ৩:৩৯ am
ফজরের ওয়াক্ত শুরু৩:৪৫ am
ইফতারের সময় ৬:৪৭ pm

৩০ রমজান


০৫ জুন
বুধবার
সেহরির শেষ সময় ৩:৩৯ am
ফজরের ওয়াক্ত শুরু ৩:৪৫ am
ইফতারের সময় ৬:৪৭ pm
এগুলো হল ঢাকার সময় ।
এখন দেখুন কোন জেলায় কত মিনিট যোগ কিংবা কমতে হবে ।

ঢাকার সময়ের সাথে যোগ করতে হবে


  • গাজীপুর ,শরীয়তপুর ,মাদারীপুর ,পিরোজপুর ,বরিশাল ,ঝালকাঠী , বরগুণা এসব জেলায় সেহরিতে ১ মিনিট আর ইফতারে ১ মিনট
  • ময়মনসিংহ ,টাঙ্গাইল , বাগেরহাট , জামালপুর ,শেরপুর , মানিকগঞ্চ এ সব জেলায় সেহরিতে ২ মিনিট আর ইফতারে ২ মিনিট
  • ফরিদপুর ,গোপালগঞ্চ ,সিরাজগঞ্চ , নড়াইল , খুলনা এ জেলাগুলো তে সেহেরিতে ৩ আর ইফতারে ৩ মিনিট
  • মাগুড়া ,রাজবাড়ী ,পাবনা এসব জেলাতে সেহরি ৪ মিনিট ইফতার ৪ মিনিট
  • সাতক্ষীরা , কুষ্টিয়া , যশোর , রংপুর ,ঝিনাইদহ , নিলফামারী ,চুয়াডাঙ্গা ,কুড়িগ্রাম ,গাইবান্ধা সেহরিতে ৬ মিনিট আর ইফতারে ৬ মিনিট
  • রাজশাহী ,বগুড়া ,মেহেরপুর ,লালমনির হাট এ সেহরিতে ৭ মিনিট আর ইফতারে ৭ মিনিট
  • চাপাইনবাবগঞ্চ ,নওগাঁ ,নাটোর এ সেহেরি ৮ মিনিট আর ইফতারে ৮ মিনিট
  • দিনাজপুর ,ঠাকুরগাও ও পঞ্চগড় এ সেহরিতে ৬ মিনিট আর ইফতারে ১১ মিনিট

  • ঢাকার সময় এর সাথে বিয়োগ করতে হবে

  • নরসিংদী ,নারায়নগঞ্জ ,মুনশীগঞ্জ , চাদপুর এ সেহরি ১ মিনিট ইফতার ১মিনিট
  • কিশোরগঞ্জ , পটুয়াখালী ,ভোলা , লক্ষীপীর এ সেহরি ২ মিনিট ইফতার ২ মিনিট
  • নেত্রকোনা ,কুমিল্লা , বি বাড়িয়া এ সেহরি ৩ মিনিট ইফতার ৩ মিনিট
  • নোয়াখালী ,ফেনী , সুনাবগঞ্জ ,হবিগঞ্জ এ সেহেরি ৪ মিনিট ইফতার ৪ মিনিট
  • চট্টগ্রাম এ সেহরি ৫ মিনিট ইফতার ৫ মিনিট
  • কক্সবাজার , সিলেট ,মৌলভী বাজার ,খাগড়াছড়ি , রাঙ্গামাটি এ সেহরি ৬ মিনিট ইফতার ৬ মিনিট
  • বান্দরবান এ সেহরি ৭ মিনিট ইফতার ৭ মিনিট

  • আশা করি এটি আপনাদের কাজে লাগবে ।