Saturday, June 15, 2019

নিয়ে নিন offline এ বই পড়ার দারুন একটা Apps with sshot profff

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।



আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে বই এসেছি অনলাইনে 
বই এসেছি অনলাইনে বই এসেছি অনলাইনে বই পড়ার দারুণ একটা অ্যাপ।
চলুন কথা না বাড়িয়ে শুরু করি- আমাদের মধ্য বেশিরভাগ বই পড়তে পছন্দ করে।
কিন্তু আজকাল সময়ের অভাবে অনেক সময় বই পড়া হয়ে উঠে না। কিন্তু এবার থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের সাহায্যে যেকোনো বই অনায়াসে পড়তে পারবেন।
প্রথমে দেখে নিন আমি গুগল থেকে কয়েকটা বই ডাউনলোড করলাম 


তারপর দেখেন বইগুলো আমার file maneger এ জমা হয়েছে



কিন্তু এখন চাইলে আমি বইগুলো পড়তে পারব না। কারণ তার জন্য আলাদা একটা অ্যাপ লাগবে। আর এই অ্যাপটির জন্য যেতে হবে play store এ। ওখানে গিয়ে Xodo pdf লিখে সার্চ দিন। 

তারপর নিচের মত করে একটা অ্যাপ আসবে, ওটা ডাউনলোড করে ওপেন করুন

তারপর অ্যাপটিতে প্রবেশ করুন। দেখুন ভালো করে আমি যেসমস্ত বই গুগল থেকে
ডাউনলোড করেছি তার সবগুলো অ্যাপটিতে সবগুলো অ্যাপটিতে 
শো করতেছে 

তারপর সেখান থেকে একটা বই সিলেক্ট করলাম

দেখুন ভালো করে, বইটার সমস্ত পৃষ্ঠা চলে এসেছে এবং পড়াও যাচ্ছে

এভাবে আপনি অ্যাপটির সাহায্যে পৃথিবীর সব
রকমের বই ডাউনলোড করে পড়তে পারবেন। 
Previous Post
Next Post

0 Comments: