Saturday, June 15, 2019

এখন থেকে আপনি যা বলবেন তা সাথে সাথে বাংলা লেখায় পরিনত করবে এই ১MB Apps টি। এখন থেকে আর সারাদিন ধরে লিখতে হবে নাহ।

হ্যালো বন্ধুরা !
আজকে আমি আপনাদের এমন একটি এনড্রয়েড সফটওয়ারের কথা বলব যেটা ব্যাবহার করলে আপনারাও অবাক হয়ে যাবেন

এই সফটওয়ারটি হলো Bangla Voice text বাংলা কীবোর্ড ব্যাবহারের দিন শেষ। ব্যবহার করুন bangla speech to text converter. আর কত টাইপ করবেন। আধুনিক হন। মুখে বললেই যখন টাইপ হয়ে যায় তাহলে বাংলা শব্দ খুজে টাইপ করার ঝামেলাটা কেনই নিবেন।ব্যবহার করুন বাংলা ভয়েস টাইপিং আপনি মুখে যা বলবেন তা সহজেই টাইপ হয়ে যাবে।

অ্যাপটি ব্যবহারে বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারবেন টেক্সট দিয়ে। আপনার বলা টেক্সট যে কোন সোসিয়াল মিডিয়ায় সেন্ড করতে পারবেন আমাদের এই bangla voice to text converter দিয়ে। কপি করতে পারবেন। এই সফটওয়ারটি ওপেন করুন







আপনি সরাসরি google play store থেকে ডাউনলোড করতেDownload Click Here ক্লিক করুন 

আশাকরি সবাই ভাল থাকবেন আর প্রযুক্তির সব নতুন খবর জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ৷

যেভাবে Android phone দিয়ে delete হওয়া contact number ফিরিয়ে আনবেন?



বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন। আশা করি ভালোই আছেন।
আজ আমি আপনাদের মাজে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আপনারা পোস্ট টাইটেল পরে বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে কথা বলব। এই ট্রিক টি যারা জানেন টারা উইজবিডির বাকি পোস্ট গুলো দেখটে পারেন।
এবার কথাই আসি। আমাদের মোবাইলে অনেক এর নাম্বার বা কন্টাক্ট থাকে। সেই কন্টাক্ট গুলো কোনো কারোনে ডিলিট হয়ে যায়। এই জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে বাছতে চাইলে কন্টাক্ট বেকাপ করুন। আপনার মোবাইলের ডিলিট হওয়া কন্টাক্ট বেকাপ করুন। আমার এই পোস্ট টি করার কারণ হলো ভুল বসত এই কন্টাক্ট নাম্বার ডিলিট হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন।আর এই টেক্নলজির জগতে কোন না কোন ব্যবস্থা রয়েছে। হয়তো এই পোস্ট টি অনেকে করেছেন কোন না কোন অ্যাপ দিয়ে কিভাবে কন্টাক্ট ফিরিয়ে আনবেন। কিন্তু আজ আমি আপনাদের মাজে খুব সহজ একটি মধ্যেম নিয়ে এসেছি জার মাধ্যমে আপনি কন্টাক্ট বেকাপ করতে পারবেন। প্রথমে পলে স্টর থেকে একটি অ্যাপ নামান অ্যাপ টির সাইয মাটরো ২এম্বির ডাউনলোড করার জন্য এখানে কিলিক করুন click here । এই জন্য আপনার যা যা করতে হবে তা নিচে এসএস ফলকরুন।
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
তারপর
WizBD.Com
এখানে Restore বাটনে চাপ দিলেই আপনার ক্নটাক্ট বেকাপ হইয়া যাবে।
আজকের মত এখানে শেষ। আবারও দেখা হবে পরবর্তী পোস্টে।

নিয়ে নিন offline এ বই পড়ার দারুন একটা Apps with sshot profff

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।



আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে বই এসেছি অনলাইনে 
বই এসেছি অনলাইনে বই এসেছি অনলাইনে বই পড়ার দারুণ একটা অ্যাপ।
চলুন কথা না বাড়িয়ে শুরু করি- আমাদের মধ্য বেশিরভাগ বই পড়তে পছন্দ করে।
কিন্তু আজকাল সময়ের অভাবে অনেক সময় বই পড়া হয়ে উঠে না। কিন্তু এবার থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের সাহায্যে যেকোনো বই অনায়াসে পড়তে পারবেন।
প্রথমে দেখে নিন আমি গুগল থেকে কয়েকটা বই ডাউনলোড করলাম 


তারপর দেখেন বইগুলো আমার file maneger এ জমা হয়েছে



কিন্তু এখন চাইলে আমি বইগুলো পড়তে পারব না। কারণ তার জন্য আলাদা একটা অ্যাপ লাগবে। আর এই অ্যাপটির জন্য যেতে হবে play store এ। ওখানে গিয়ে Xodo pdf লিখে সার্চ দিন। 

তারপর নিচের মত করে একটা অ্যাপ আসবে, ওটা ডাউনলোড করে ওপেন করুন

তারপর অ্যাপটিতে প্রবেশ করুন। দেখুন ভালো করে আমি যেসমস্ত বই গুগল থেকে
ডাউনলোড করেছি তার সবগুলো অ্যাপটিতে সবগুলো অ্যাপটিতে 
শো করতেছে 

তারপর সেখান থেকে একটা বই সিলেক্ট করলাম

দেখুন ভালো করে, বইটার সমস্ত পৃষ্ঠা চলে এসেছে এবং পড়াও যাচ্ছে

এভাবে আপনি অ্যাপটির সাহায্যে পৃথিবীর সব
রকমের বই ডাউনলোড করে পড়তে পারবেন। 

Friday, May 17, 2019

এখন সাবটাইটেল দিয়ে যেকোনো ভিডিও দেখুন। কোনো apps ছারাই!

এখন  সাবটাইটেল দিয়ে যেকোনো   ভিডিও দেখুন।  কোনো apps ছারাই!
ভিডিও সাবটাইটেল হলো সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে দেয়।উপরের ছবিটি দেখে হয়তো বুঝতে পেরেছেন।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেটের হতে পারে।যেমন:Smi ও srt ইত্যাদি।
সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন যেভাবে।
1.প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের Mx player এ যান। আপনার পছন্দের ভিডিও টি চালু রেখে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন।


2.অবশেষে “Open”লেখায় ক্লিক করে আপনার সাবটাইটেল টি সিলেক্ট করে দিন আর আপনার পছন্দের সিনেমা উপভোগ করুন।
আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ফেসবুকে মেসেজ করতে পারেন।

অন্যের Mobile control করুন আপনার মোবাইল দিয়ে without apps শুধু wifi দিয়ে।

অন্যের Mobile control করুন আপনার মোবাইল দিয়ে without apps শুধু wifi দিয়ে।

টাইটেল দেখে অনেক টা বুঝতে পেরেছেন,
বাকি টা বুঝতে চাইলে পোস্ট টা সম্পুর্ন পড়ুন।

এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি একটা মোবাইলের স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করবেন।
এর জন্য সফটওয়্যার এর প্রয়োজন নেই। তবে আপনার মোবাইলের সেটিং>ডিস্প্লে সেটিং এর একেবারে নিচে কাস্ট নামের কোনো অপশন আছে কিনা দেখুন।


যদি থাকে, তাহলে কাজ হবে, আর না থাকলে এই পোস্ট টি আর দেখার দরকার নেই ব্রো।

নিচে দেখুন আমি দুইটা মোবাইল দেখাচ্ছি


সাদা মোবাইল টির ডিস্প্লে আমি কালো মোবাইল টি তে শেয়ার করবো।

দুইটা মোবাইলের Setting এ যান,
তারপর Display Setting এ যান।
নিচের Cast অথবা Cast Screen এ যান।

এখান থেকে এটা Enable করে নিন।

যে মোবাইল টি দিয়ে আপনি অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চান, সেই ডিভাইজের Discoverable By Others এ টাচ করুন।

এইবার যে মোবাইলের ডিস্প্লে শেয়ার করতে চান, সেই মোবাইলে দেখুন আপনার আগের মোবাইলের ডিস্প্লে শো করছে, সেটা তে টাচ করুন।
এইবার যে মোবাইল দিয়ে অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চাচ্ছেন। সেই মোবাইলে দেখুন একটা কমান্ড ফাইল এসেছে। সেটা Accept করুন।

দেখুন ডিস্প্লে শেয়ার হচ্ছে।

Wednesday, May 15, 2019

বিশ্বের যেকোনো নাম্বারে সারা জীবন ফ্রিতে কথা বলুন তাও আবার কোনো পয়েন্ট উপার্জন ছাড়াই [hot post]



সবাইকে রমজানুল মোবারক...


কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন....
আজকে আমি আপনাদের সাথে এমন একটি এপ এর সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনার ফ্রিতে আজীবন যেকোনো দেশের যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন।আজকে আমি যে এপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেটা সম্পর্কে আমরা সবাই কমবেশি পরিচিত।


এপটার নাম হচ্ছে Textnow.
আপনারা জানেন যে এটা দিয়ে ফ্রিতে আনলিমিটেড নাম্বার নেয়া যায় এবং ফ্রিতেই USA এবং কানাডার যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলা যায় এবং চ্যাটিং করা যায়।
কিন্তু আজ আমি আপনাদের এটার গোপন একটি কাজ দেখাবো যার মাধ্যমে আপনারা এটা দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো দেশে ফ্রিতে কথা বলতে পারবেন।তাহলে আর কথা বাড়াতে চাচ্ছি না।
চলুন মূল কাজে চলে যাই।


প্রথমেই আমরা Textnow এর মোড ভার্ষন ডাউনলোড করবো।


Download Textnowকিভাবে Textnow থেকে ফ্রিতে নাম্বার নিতে হয় সেটা তো আমরা সবাই জানি।
এবার Textnow থেকে একটা একাউন্ট তৈরি করে একটা ফ্রি নাম্বার নিয়ে নিন।নাম্বার নেয়া হয়ে গেলে একদম উপরের ডান পাশে দেয়া (≡) এ ক্লিক করুন।



নাম্বারের ওপর ক্লিক করে নাম্বার টা কপি করে ফেলুন।

এবার নিচের পেন্সিল আইকনে ক্লিক করুন।

আপনার কপিকৃত নাম্বারটি এখানে পেস্ট করে দিন।নিচে আপনার ইচ্চামতো কোনো মেসেজ দিয়ে দিন।এবং পাসের Send বাটনে প্রেস করে সেন্ড করে দিন।

এবার দেখুন একটা নোটিফিকেশন চলে এসেছে।আপনি যে মেসেজ দিয়েছিলেন সেটা এখানে চলে এসেছে।
দ্রুত সেখানের Call লেখাতে ক্লিক করে ফেলুন।নয়তো ফ্রিতে কল করতে পারবেন না।

এবার একটা কল আপনার Textnow এ্যাপ এ চলে আসবে।
কলটা কেটে দিতে পারেন।চাইলে রিসিভ ও করতে পারেন কোনো সমস্যা নেই।

এবার স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করুন।
!! এখন যে কাজগুলো করবেন সেটা একটু দ্রুত করতে হবে।নাহলে ফ্রিতে কল করতে পারবেন না।
স্ক্রিনশট এ দেখানো যায়গায় অর্থাৎ আপনার USA & CANADA লেখাতে ক্লিক করুন।

এবার আপনি যে দেশে ফ্রিতে কল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।
যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম।

এবার আপনি যেই নাম্বারে ফ্রিতে কল করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিন।আমি আমার নিজেরই অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি।
এখন ৫সেকেন্ড থেকে ১/২ মিনিট ওয়েট করুন। নাম্বার গোপন থেকেই কল চলে যাবে।
প্রুভ হিসাবে দেখে নিন…..



এবং অনেক কষ্ট করে পয়েন্ট উপার্জন করে কল দিতে হয়। সাথে কতক্ষণ কথা বলতে পারবেন সেটার লিমিট দেয়া থাকে।
কিন্তু Textnow একটি পুরাতন এপ হলেও এটিতে কোনো Ads নেই।কোনো পয়েন্ট উপার্জন করা ছাড়াই ফ্রিতে আনলিমিটেড যতক্ষন ইচ্ছা ততক্ষণ ফ্রিতে কথা বলতে পারবেন